আমরা,
এক বিশেষ যাত্রার ভেতরে
ঝড় কবলিত যাত্রা।

পরিচিত ছন্দগুলো ভেসে যাচ্ছে,
তাকিয়ে আছি তবে
চোখে জল নেই কেনো।

ঝড়ে ছিন্নভিন্ন সমাজ
গভীর অন্ধকারে কাঁপি সারারাত
জামা ছেঁড়া গায়ে
নিজ নিজ গর্তে।
যেভাবে তেলাপোকা বেঁচে রয়
ফ্যাকাসে নতুন চেহারায়।

এ যাত্রার ছন্দ এলোমেলো 
নাকি অন্য কোনো ছন্দ- উঠবে ভেসে,
নতুন সূর্যোদয়ের মতো
নতুন ধারার নতুন ছন্দ।

হয়তো খুলতে হবে
যদি কপালে থাকে
হিসেব বা বেহিসেবের খাতা ;
নতুন ফর্দে।।

নড়াইল, ১৭ই এপ্রিল ২০২১

সময়কালঃ বিশ্বময় করোনা অতিমারি চলছে।