আহ, কফিটা কি দারুণ!
টগবগে জল,
মনটা উথল- ওই যে দেখছি মাঠে একঝাঁক তরুণ।
উথলানোর আগেই চিনি দিয়ে ঝাঁকি;
আমার শৈশব-কৈশোর মাপি-
আরও মাপি, কতদিন গায়ে ছিলো খাকি।

পাঞ্জু,
গন্তব্য কতদূর- কতটুকু বাকি?
কেনো ভাই অঞ্জু,
এই ধরুন, যতটুকু খাবেন ঝাঁকি।

কৃতজ্ঞতা: প্রাণপ্রিয়, শ্রদ্ধেয় গাড়িচালক পাঞ্জু ভাই।

৩১শে জানুয়ারী ২০২৩