শীতের এই বিকেলের মিষ্টি রোদ,
উষ্ণ সে রোদ- দেহটা একটু ঘুমোতে চায়!

ক্লান্তি গুলো, ক্লান্ত সংবাদগুলো চায় ক্ষণিকের অবসাদ।
চারদিকে ক্লান্তি-
ক্লান্তিতে কোথাও ভোর হয়,
যেখানে অন্ধকার নিয়ে আসে বিষাদ।

তারারাও ক্লান্ত, ধুঁকেধুঁকে ঝিমিয়েছে সারারাত,
আলো-তাপের অক্ষমতায় নিভে যেতে চায়।

তারপরও কিছু পিঁপড়ের দল এদিক ওদিক খুঁজে চলে-
যদি পায় মৃত লাশ- ঘাড়ে নিবে সৎকারে।
আহত যদি মিলে, হে নিরাকার,
কোথায় নিব তারে, যদি বলে দাও!
কোথায় মিলবে যবের রুটি, একটি নাও- এই হাহাকারে।।

৮ই ফেব্রুয়ারি ২০২৩

নোট: তুরস্ক-সিরিয়ায় সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই।