তলাবিহীন ঝুড়ি
কে কারে করে চুরি
যার আছে তলা, কে দেখে তার তলা।

দোকানী নয় সে আলাভোলা, সদাইকারী কি আফিমে ভোলা।

সময়ের দৈত্য, বড়ই উদ্ধত
আমার ঘামের সময়, কেউ না সদয়
ফতুয়া পাল্টে জামার উদয়
কে কারে করে চুরি, তলাবিহীন ঝুড়ি।।

নড়াইল, ৫ই ডিসেম্বর ২০২১