খিচুড়ি রসনা
বাংগালীর বাসনা
বুঝেছে সব দখলী কামনা।

বীজগণিতের হরেক উৎপাদক ;
ধেয়ে আসছে হরেক দেশ হরেক ডাউলা জাতক।
পাক যন্ত্রে প্রতিযোগী ঘাত;
ঢেলে পাচক রস- সবই দেখি আউলা।
মল সেতো- আমার চাপার মতো অনর্গল!
তাইতো সবাই ডাকে, ভাই বাউলা।

কবিরাজ! কবিরাজ!
দাও তো কিছু পথ্য অনল; শুভ হোক সকাল!

২২শে আগস্ট ২০২৩