ওরে কৈ, কই গেলি কৈ
বিলের পানি টেনে গেছে ভাই
খড় কাঁটি ফিরি
কই গেলি কৈ।

শ্রাবণে জালাবে পোনা
ডুবোয় ডোবো
না'লি ক্ষেতের গরমে থায়ো
কই গেলি কৈ।

ও ভাই সর্ষে কলই রুই
ব্যস্ত করে রুই
কয়ে যা, কই গেলি কৈ
কই গেলি কৈ।।

যশোর, ১৯ শে ডিসেম্বর ২০২০