অতিমারি আছে যায়- শেষ
মাচায় বসে আছি বেশ
হিসেব শিখেছি সোজা সুদকষা-শতকরা
হোম ডেলিভারি, পাবে তাড়াতাড়ি
খবর নাই
এক-দু কদমে স্বজনেরে ভরসা নাই 
আমার-ভাই তোমার-ভাই, পোস্টারে ভরা
বেশ দেশ, সোনালী আমার কেশ
চিরুনি নাই পকেটে, ডলার আছে বেশ, অতিমারি শেষ
ভাঁজে ভাঁজে টানে ভটভটি
ব্রেক দরকার নাই
সারাদিন মাঠে জ্বলে পুড়ে ছাই
লাফে লাফে ডিজিটাল
ডিজেল ভটভটি চালাই মোবাইল পা'জি
বায়োস্কপে দেখি কাজি, আমার নাতি অতি গোলগাল, ডাক্তার খায় গাল
কাটাকাটি-বাটাবাটি, সারা দেশ টানে ডিজেল ভটভটি
এবার খা'মু আমি ডিজিটাল কটকটি।।

নড়াইল, ১৫ই ডিসেম্বর ২০২১