আমাদের জীবনটা কি স্বপ্ন!


খন্ড খন্ড খন্ডে জোড়া দেওয়া
কোন শিল্পীর খেয়ালি বা বেখেয়ালি
বিক্ষিপ্ত ছোড়া ছেঁড়া ছেঁড়া
অতৃপ্ত দাগে বা মনের মতো।


অস্পষ্ট কোন গেরুয়ার মাঝে
চেতানো চেতনাগুলো
ছোপ ছোপ রঙে
ভেসে থাকে কুমিরের মতো।
প্রয়োজনে ডাংগায় গড়িয়ে চলে
বুক টেনে টেনে আবার
স্বপ্নের পানিতে ঢলে পড়ে।


তবে আজ জেগেছি
দুঃস্বপ্নের রাত শেষ করে
গেঞ্জি ভিজিয়ে ক্ষুধার সকালে;
কখনো আবার রঙিন স্বপ্নে
পাড়ে ভিড়ি
তবলা ফাটানো উল্লাস তালে।
না না পাল্কিতে নয়
আমার ভেলায় দুলে।।


নড়াইল, ৫ই নভেম্বর ২০২০