ভাইসব,
শুনুন ভাইসব,
শাদি মোবারক, শাদি মোবারক,
এমনই আনন্দের সংবাদ, সাফল্যের সংবাদ
শুনতে চাই।

বিয়ে কপালে নেই যাদের-
তরুণতরুণী,
তোমাদের সাথে থাক একাত্মতা।

নিষ্ঠুর মহামারি কালে
না-ই বা খেলাম বিরানি ভোজ,
হবেই হররোজ।

অভিনন্দন সব শাদি মোবারক!
তোমাদের রোপনে ফলবে- সভ্যতার সংযোগ ;
যদি কেটে যায় মহাকালের পাপ।।

ঢাকা, ২৬ শে ডিসেম্বর ২০২০

সময়কালঃ করোনা মহামারি কাল। কমিউনিটি সেন্টার ও দাওয়াত বন্ধ। অনলাইন আশীর্বাদে, বিয়ে-শাদী থেমে নেই।