মহা বিগ্রহের সমাবেশ!
বহু চাপচাপ বঞ্চনার চাপাচাপি
চরম মনোভাব- ঘাম দিয়ে তাই কাঁপি।
অভাবগুলো নিয়ে ভাব-রসদের মহাসমাবেশ-
আমার কেল্লায়; যুদ্ধ হবে বেশ!
নিঃশব্দ-নিস্তব্ধ পরিবেশ, প্রতিপক্ষ সময়!
ঠেলে ঠেলে আসে হা-হুতাশ, বিস্ফোরণের অপেক্ষায়।
হায়! আমার আওয়াজ আজ হারালো কোথায়!

লটকানো গোলাগুলো
মেশিনের ফাটাবাঁশে আঁটকানো।
যেমন, ব্যায়াম করে করে মনো-শরীরে ব্যথায় ব্যামো;
প্রাণ নেই প্রাণজলে!

গতিতে সময়- আমাকে ঘিরে; পরাজয় অনিবার্য!
যেমন, কুঁকড়ে পেট ফুলে, নিঃসরণ বন্ধ!

নড়াইল, ১৩ই নভেম্বর ২০২২