তেজি ঘোড়ার আনন্দ স্রোতে
শৈশব ফিরে স্মৃতিতে, ফিরে আসে স্বাদে অপূর্ব ডিমের ভাজি।

শুকনো নারকেলে ভাসায় তনু।
পা দাপানিতে সাঁতরে জীবন পার; পাশে ছিলেন প্রিয় মা।

একালের মা'দের বিক্ষুব্ধ মন;
সেকালের ভাবনাগুলো তিতে, ঝাল ভাজি কেমন রসনা!

১৮ই ডিসেম্বর ২০২৩