রূপ ছিলো দৌড়ে
থাবায় থাবায় অর্থ ভরে
ক্লান্ত কোষাগারে
অরুচি উগড়ে মন যায় বিগড়ে
বাতাসে বাতাস ছেড়ে আমি নেড়ে

আবার শুরু হোক শিকড়ে
ব্যথাগুলো কথাগুলো জমা করি মাতৃক্রোড়ে
গুনে গুনতিতে ডাকিব মা রে
মাতৃভূমিতে প্রবাল ফিরে।।

নড়াইল, ২৯শে জুন ২০২২