ধাবড়ে ধেয়ে আসছে যেন
হেমন্তের উত্তরা বাতাস
সাগরের দিকে চেয়ে লম্বা লেজে

আমলকী, কৎবেলের টকে টকে
টক বরইএর কচি পাতা কাঁপে-

লড়াইয়ে শীতলের সুড়সুড়ি,
খোঁজাখুঁজি করি শীতের কাপড়।

টানো পর্দা- বাংলায় আসছে ঠান্ডা।।

নড়াইল, ৩রা নভেম্বর ২০২১