ওহে প্রভু! দিও আমায়
সবার শেষে ঠাঁই
আমার তরে যেন সবাই
পিছন ফিরে চায়।


আমায় তুমি রেখো সবার নীচে
আমায় তুমি রেখো সবার পিছে
ইর্ষাতে কেউ যেন আমায়
একলা ফেলে না যায়
দিও আমায় সবার শেষে ঠাঁই।


আমায় তুমি দিয়ো নাকো
এমনই সম্মান
সবার থেকে হবে আমার  
আলাদা স্থান।
অন্যে যেন ভাবি শ্রেয়
আমার চেয়ে নয় তো হেয়
আমায় যেন ভাবি তেমন
ভাবে যেমন সবাই
দিও আমায় সবার শেষে ঠাঁই।


অন্যে দিও আমায় দেয়ার আগে
আগেই যেন তাহার খুশী জাগে
এমন কিছু নাইবা দিলে আমায়
অন্যকে যা কাঁদায়
দিও আমায় সবার শেষে ঠাঁই।


দিয়ো আমায় সবার শেষে ঠাঁই
এর বেশি আর কিছুই নাহি চাই।
না-থাকাদের নীচে
রেখো সবার পিছে,
ওদের সুখেই সুখটা যেন পাই।