আমি ফড়িংবাদী
-------------
আমি ঘাস ফড়িঙের কথা কই
আমি বাঁশ ফড়িঙের কথা কই
আমি কাঠ ফড়িঙের কথা কই
আমি মাঠ ফড়িঙের কথা কই
আমি সব ফড়িঙের কথা কই
আমি বাঁশ ফড়িঙের সাথে রই।


আমার কিছু ফড়িঙে বড় ভয়
ভাবি, সব ফড়িঙ তো এক নয়
কিছু ফড়িং থাকে উঁচুতে
কিছু ফড়িং থাকে নীচুতে
কিছু ফড়িং ফুলে উড়ে যাবে
কিছু ফড়িং শুধু পুড়ে যাবে।
কিছু ফড়িং আমার জাত ভাই
কিছু ফড়িঙের উৎখাত চাই।


আমি ফড়িং মারায় দুষী নই
আমি ফড়িং মরায় খুশী হই
আমি স্বভাবে ফড়িঙ-স্বাদী
আমি প্রভাবে ফড়িংবাদী।
==============


তুমি ভালো থেকো প্রিয়
----------------------
তোমাকে একটা গোলাপ ফুল পাঠিয়েছিলাম
আজ থেকে ঠিক কতদিন আগে সময়টা গুনে রেখো।


আজ একটা দিয়াশলাই পাঠালাম,
একটা বোমা পাঠালাম,
একখন্ড মেঘ পাঠালাম।


আজ থেকে ঠিক যতদিন আগে গোলাপ ফুলটি পাঠিয়েছিলাম
আজ থেকে ঠিক ততদিন পরে
দিয়াশলাইটা জ্বলে উঠবে
মেঘটা বজ্রপাত ঘটাবে
বোমাটা বিস্ফোরিত হবে।


না, তোমার মৃত্যু হবে না
তুমি মৃত্যুঞ্জয়ী হবে
তুমি দেখবে তোমার সাজানো ঘরটি পুড়ে যাচ্ছে
তুমি দেখবে তোমার শিশু সন্তান পুড়ে যাচ্ছে
তুমি দেখবে তোমার স্বামী পুড়ে যাচ্ছে
তুমি দেখবে তোমার গায়ের কাপড়ে আগুন লেগেছে
আগুনের লেলিহান শিখা তোমার সুবাসিত পেলব দেহের আস্বাদন নিচ্ছে
আগুনে ঝলসানো মাংসের গন্ধ পাবে
তুমি মুর্চ্ছা যাবে, ভাববে মৃত্যু হলো, বেঁচে গেলে
ঠিক তখনি জেগে উঠবে পূনরাবৃত্তি দেখার জন্যে।


ওঃ তার আগ পর্যন্ত তোমার নোবেল প্রাইজটার যত্ন নিও
আশা করি ভালো আছো, এবং ভালো থেকো প্রিয়।