তুমি অন্যরকম নাচো -
তাই তো বলি আমার চেয়ে অনেক বেশি বাঁচো।
আমার নাচন শুরু হতেই হলো অনেক দেরি
তাই তো দেখি অনেক আগেই গেছে প্রভাত ফেরি।
শুধু বোলো, আমিও ছিলাম হেথায় -
সবাই যখন দেখবে তোমায় নাচের মাঝে আছো।


তুমি অন্যরকম গাও -  
তাই তো ওহে নতুন শিল্পী আমার কথা নাও।
কথাগুলো সাজিয়ে নিয়ো তোমার নতুন গানে
তোমার সুরের ইন্দ্রজালে তা যেন প্রাণ আনে।
শুধু বোলো, আমিও ছিলাম হেথায় -
সুর সাগরে ভাসিয়ে দিয়ে তোমার গানের নাউ।


তুমি অন্যরকম আঁকো -
তাই তো বলি আমার যত রং তুলি সব রাখো।
তোমার নতুন রং তুলিতে টানবে যখন রেখা
আমারগুলো দিতে পারে ক্যানভাসটায় ঠেকা।
শুধু বোলো, আমিও ছিলাম হেথায় -
আমার আঁকা ছবিগুলো চাইলে না হয় ঢাকো।


তুমি অন্যরকম কবি -
রইলো আশিস, হয়ো তুমি নতুন ধারার রবি।
কাব্যে তোমার নতুন ধারায় নতুন কথা বোলো
পথ হারানো নাবিক দেখে আলোক হয়ে জ্বলো।
শুধু বোলো, আমিও ছিলাম হেথায় -
যা কিছু মোর হয়নি বলা, বলবে তুমি সবই।