আসল বিচার হবে নাকি কর্মগুণে, শুনি
আসল, নকল, সত্য, মিথ্যা ধর্ম যতই গুনি।


ধরার বিচার চর্ম, জাতে
রয় যদি ধন, শক্তি সাথে
সাধুর মতই বেড়ায় ঘুরে লক্ষজনের খুনি।


ভালো, মন্দ কর্ম যা সব, সকল ধর্মে একই
একই স্রষ্টার হাতখানা তাই স্পষ্ট করেই দেখি।
একই কর্মের একই ফসল
তবেই তো সে বিচার আসল
ভিন্নভাবে যতই বলুক হাজার ঋষি, মুনি।


কর্ম ছাড়া ধর্ম হয় না, ধরুক যেমন বেশ
সন্যাসী বা সাধুর ভূষণ ভন্ডামিতেই শেষ
করে না যে মানব সেবা
মানুষ তারে ভাবে কে বা?
স্রষ্টা প্রকাশ সৃষ্টিতে তাঁর, বিচার জানেন গুণী।