যাবার সময় মন বড় চায় আর ক'টা দিন থেকে যেতে
আপনজনের বদনগুলি আর কিছুদিন দেখে যেতে।
সবার সাথে করি নিবিড় কুলাকুলি
এই জগতের সকল রকম হিসেব ভুলি
ইচ্ছা করে পরিচিত নামগুলি ফের ডেকে যেতে।


মন বড় চায় হারানো সেই মাটির ঘরে যাই না ফিরে
যেথায় সময় বয়ে যেত জীবন নিয়ে খুবই ধীরে।
ইচ্ছে করে ছোট্ট হয়ে দাদীর কোলে গল্প শুনি
চিত হয়ে শুই উঠোন 'পরে - দূর আকাশের তারা গুনি।
হারিয়ে যাওয়া সেদিনগুলি ফিরে পেয়ে
সবার সাথে কণ্ঠ দিয়ে সে গান গেয়ে
মন বড় চায় আর কিছুদিন মাটির পরশ মেখে যেতে।


নয়নদু'টো বন্ধ হলেই চির আঁধার আসবে নেমে
সবার সাথে বাক বিনিময় আর পরিচয় যাবে থেমে।
একলা হবার সেদিন আসার কদিন আগে
ব্যাকুল আমার মনের মাঝে সাধ যে জাগে
আরও কিছু প্রাণের কথা সবার তরে রেখে যেতে।