ঢেউ বলে হাওয়ারে দেখে যা রে খেলা
নামি উঠি কত ছুটি বেগে সারা বেলা
হাওয়া যেই দাঁড়ায়
ঢেউ কোথা হারায়
হাওয়াহীন ঢেউ মরে গতিহীন একেলা।


-------------------------------------------------------
প্রত্যেক অর্জনের পিছনে একটা চালিকা থাকে। অর্জনের অহমিকায় চালিকাকে থামিয়ে দিলে অর্জন মুখ থুবড়ে পড়ে।


জল - কবি/কবিত্ব
ঢেউ - কবিতা
হাওয়া - পাঠক/মন্তব্যকারী।


আশা করি পাঠক/কবিবন্ধুগন লিখে নেবেন বাকিটা।