হাজার পাপের পাপীরে তুই বলিস পাপী কারে
পরের বিচার করিস কেন ও মন বারে বারে?


তোর উঠাতে পাপ, বসাতে পাপ, কথায় মহাপাপ
সামনে যে তোর আধার বেঘোর না যদি হয় মাফ।
নিজের যে পাপ হলো জমা
ভিক্ষা করে নে রে ক্ষমা
হিংসা, লোভ আর অহম কমা, যাওয়ার আগে পারে
পরের বিচার করিস কেন ও মন বারে বারে?


নিজের জীবন ভরা ভুলে পরের ধরিস ভুল
পরের পথে কাঁটা দিয়ে নিজটাতে চাস ফুল।
নিভলে আলো আঁধার এসে
ফুলের বাহার যাবে ভেসে
সেই কাঁটাতেই মরবি শেষে, দোষ দিবি তুই কারে
পরের বিচার করিস কেন ও মন বারে বারে?