জ্বালিয়েছি কত সুখেরও লাগিয়া
সুখ তবু মেলে নাই
আজি জ্বলিয়া পুড়িতে চাই।

যত জ্বালিয়েছি বাড়িয়াছে তত
অঙ্গার আর ধোঁয়া
অন্যেরে শত জ্বালিয়ে পুড়িয়ে
পাইনি সুখের ছোঁয়া।
আজ পুড়াবো আমার চোখ ও দেহ
সে অনলে যেন নাহি পোড়ে কেহ
পুড়িয়া পুড়িয়া আমি শুধু হবো ছাই
আজি জ্বলিয়া পুড়িতে চাই।

আমি পবন হইয়া অনলে শুধু
ঢালিয়াছি হুতাশন
পতঙ্গ সব পুড়িয়াছে আসি,
করিয়াছি দরশন।
আজি পতঙ্গ হইয়া পুড়িব অনলে
অনুভূতি যেন মরে তাতে জ্বলে
সে জ্বলায় তবু সুখ যদি কিছু পাই
আজি জ্বলিয়া পুড়িতে চাই।