আত্মসমর্পণ
৩০ জুন, ২০১৪


যখন আমার এই তরণী তোমার হাওয়ায় চলে
তোমার উতাল তরঙ্গময় অথৈ সাগর জলে
তখন তারে মিছে কেন বলি আমার তরী!


যখন তোমার অথৈ জলের তীর দেখি না চোখে
জানি না তো এই তরণী ভিড়বে সে কোন লোকে
তখন মিছে সেই তরনীর কেন বা হাল ধরি!


চন্দ্র, সূর্য, আলো, আঁধার তোমার কথায় আসে
তোমার কথায় শুকায় ধরা তোমার কথায় ভাসে
তখন কেন এই ধরণী আমার আমার করি!


দেওয়া নেওয়া সবই যখন তোমার চাওয়ায় হয়
আমার যা সব তোমার দেওয়া আমার কিছু নয়
তখন মিছে চেয়ে কেন আমার ঝুলি ভরি!


যখন যারে ইচ্ছা তোমার দূরে কাছে রাখো
সাধ্য কী কেউ দুরে থাকে যখন কাছে ডাকো
তখন মিছে কেন তোমার ডাকের ভয়ে আমি মরি?