একটা কিছু উল্টা করে লেখো,
সামনে ধরা আয়নাতে তার প্রতিফলন দেখো -
পড়বে নাকো সেই লেখাটা আয়নাতে আর উল্টা।
কতক আয়না তেমনি পড়ে এই সমাজের ভুলটা।


ঠিক তেমনি যুগে যুগে এই জগতের দেয়ালে
স্বার্থপর আর লোভী লেখে উল্টা কথা,
আপন চাওয়ার খেয়ালে।
আয়নাবিহীন মনগুলো সেই উল্টা কথা পড়ে
যেমন দেখে তেমনটাকেই সোজা মনে করে।


কারো কারো মনের ভেতর আছে যে সেই আয়না
আয়নাটাতে সোজা পড়ার স্বভাবটা তার যায়না।
সোজা পড়ে সোজা কথা যখন তারা বলে
লোভ-স্বার্থে উল্টা কথার জগত্ ওঠে টলে।
উল্টোরা সব প্রমাণ করে, সোজারা সব ভুল
এমনি করেই উল্টা বাড়ে - সোজারা নির্মূল।


যুগে যুগে তবু ছিল আয়নাটা যার মনে
সোজা কথাই বলে গেল সকল বিসর্জনে।