জানিয়ে দিল, একটু পরেই যেতে হবে উড়ে
তারই তরে বসে যখন বায়ুর এ বন্দরে
যাওয়ার আগে তখন কে যে সকল হৃদয় জুড়ে
ঢেউয়ের উপর চড়িয়ে দিল নতুন এ ছন্দরে।


এ মন এখন চায় না রইতে, চায় না ছেড়ে যেতে
আছে যেন এখন সে এক ঘোরের মাঝে মেতে
শংকা তবু মনের মাঝে, যাবে অনেক দূরে
নীচে চাওয়ার সব জানালা রইবে কী বন্ধ রে?


যাত্রা পথের মাঝখানেতে ক্ষণিক বসার তরে
কার মায়াবী হাতের ছোঁয়ায় সাজানো আশ্রয়
আসা যাওয়া দেখার মাঝে কখন কেমন করে
ভালো মন্দের বিচার ছাড়াই কেটে গেছে সময়।


এখন আবার চলার সময়, বাকি চলার পথে
পিছন ফিরে দেখিস রে মন থাকার মনোরথে!
কী হবে বল্ বাজিয়ে বীণা বিদায়-বেহাগ সুরে
চোখের জলে পথের ধুলোয় হারিয়ে আনন্দরে?