আমার জীবনের লক্ষ্য এমপি হওয়া
বস্তা বস্তা টাকা ট্রাকে করে বওয়া।
করব না সময়ের অপচয় লেখাপড়া করে
মরব না সংশয়ে গুরুজনের নীতিকথা ধরে।
ঠিক, বেঠিক, ন্যায়, অন্যায়ে দেব নাকো পাত্তা
যে মরে মরুক, এমনকি আমার নিজ আত্মা।
ধর্ম, অধর্ম, ইহকাল, পরকাল, সকলই তো তুচ্ছ
স্রষ্টা, দেবতা বা নবীর চেয়ে আমার নেতাই উচ্চ।
তারই কথা ইতিহাস, বেদ, বাইবেল, কোরান
তারই আশীর্বাদে জগতে সুখ, শান্তি অফুরান।
এমপি হওয়ার পথে নেই কিছু ঠিক বা বেঠিক
জনগণ নির্বোধ, অসহায় - আমি চতুর-নির্ভিক।
কে চায় জনতার মতামত? কে চায় তার ভোট?
করব ব্যালট ডাকাতি অথবা সুবিধার জোট।
যে পোষে সচিব, সেনা, বিচারক, পুলিশ, প্রশাসন
তারই হাতে হাত রেখে ভাগাভাগি করে নেব আসন।
তারপর যা চাই মন তাই বলে কাঁপাবো সংসদ
সবাই মিলে লুটে খাবো দেশের সম্পদ।
বস্তা বস্তা টাকা, সস্তা সস্তা জমি করব দখল
যতই করুক ঘেউ ঘেউ জনতার কুত্তা সকল।
বাঁশ দেব, লাঠি দেব, গুলি দেব তাদের পাছায়
দেখবে কেমন জেলে তাদের চোদ্দ পুরুষ নাচায়।
গ্রহে গ্রহে কিনব অসংখ্য জমি আর বাড়ি
কিনব সেথায় যেতে পারে এমন এক গাড়ি।
তারই মাঝে উন্নত এক গ্রহে স্ত্রী ও সন্তান
করবে বসবাস আর গাইবে এদেশের গুণগান।


তাই তো, আমার জীবনের লক্ষ্য এমপি হওয়া
আজন্ম স্বপ্ন বস্তা বস্তা টাকা ট্রাকে করে বওয়া!