শুধু ভাবিয়াছো পাহাড় চূড়া গরবে দাঁড়িয়ে উচ্চে
নিচেতে চাহিয়া শুধু হীন ভাবে পাদদেশে থাকা তুচ্ছে।


শোন নাই সেই চূড়ার কান্না - যেখানে জমিয়া জল
তারে একা ফেলে নেমে এসে গড়ে সবুজের সমতল।
চূড়াটি নিত্য সহিয়া তৃষ্ণা, তপ্ত রোদ ও ঝড়
সমতলে থাকা খড়কুটোগুলো রাখে নিশিদিন অনড়।
যাহারে ভাবো দুর্বিনীত - গরবে উন্নাসিক
তাহারেই জয় করিতে গিয়া হইয়াছো নির্ভিক।


আকাশে চাহি' সে কাঁদে সারাক্ষন অসীম নিঃসঙ্গতায়
নিচে পাদদেশ হাজার প্রাণের সরস পরশ পায়।
যদি কোনদিন চূড়াটি তাহার সেই লোভে নেমে আসে
বিপর্যয়ের প্লাবনে তখন কত শত প্রাণ ভাসে।


তোমার হিংসা অভিশাপে সে, হয় যদি বিধ্বস্ত
তুমি কি রবে এমন অক্ষত? হবে উচ্চ ও মস্ত?