নিগ্রহ যার ভাগ্যলিপি, বিধাতা তার লিপিকার
ক্রন্দনই তার প্রার্থনা হয় বিধির বুকের হাহাকার!


জীবন যাদের গদ্যে ভরা, কাব্য তারা স্বপ্নে দেখে  
বস্তিতে ভাত, নুন আর জলে জীবন খাতায় স্বস্তি লেখে।


শরীর যাদের নগ্ন পণ্য, অনুতাপের পুণ্য-স্নানে
যন্ত্রণাকে কবর দিয়ে চিত্তে আসল মুক্তি আনে।


সর্বনাশের বিনাশী যে, দর্শনে তার কি যায় আসে?
ভাসিয়ে হিয়া আলোর ছটায় অন্ধকারে বসেও হাসে।


রাস্তা ঘাটে বাড়লো যারা, সমাজ তাদের ছাড়লে কি?
নিজের নীতি সঠিক হলে, দুর্নীতিতে হারলে কি?


স্রষ্টা জানে সৃষ্টি কি তার, সৃষ্ট হয়ে করলে বিচার
কৃতজ্ঞতার ঢেকুর তুলে স্রষ্টা তরে রাখলে কি আর?


সুখেই যাদের জীবন গড়া সুখটা কি তা বুঝবে কি?
দুঃখের শেষে সুখটা এলে কৃতজ্ঞতা খুঁজবে কি?