(শ্রদ্ধেয় কবি সুমিত্র দত্ত রায়-কে উত্সর্গ)


এ কী অভিমানে ওগো সখা, বন্ধ করেছো দ্বার?
বৃথা করি যত করাঘাত, তুমি খোলো না যে আর।


শুনি তো কণ্ঠ, ভুলি তব মধুসুরে
জানি না কেন তুমি রাখো মোরে দূরে?
জানি,  খুশি নও মোর এ বেসুরো গানে
তবু জেনো সখা, সে গাওয়াই সুখ আনে
আমার এ দগ্ধ প্রাণে।
তবুও কি অভিমানে
এমনি করেই আমারে তুমি ফেরাবে গো বার বার?


জানি, মোর হাতে নেই সুবাসিত ফুল
অর্ঘ দিতে তবু যে এ প্রাণ ব্যাকুল
হোক মিছে, তবু হেসে
শুধু একবার এসে
ছলনাতে ভালোবেসে
বলো না ওগো নিয়েছ গলে হার মানা মোর হার।