## (কবিবন্ধু প্রবীর চ্যাটার্জীকে তার 'কবিতায় প্রবেশ ও প্রস্থানের' উত্তরে)
--------------------------------------------------------


বন্ধু গো!
এখনও তো হয়নিকো গাওয়া শেষ গান
হয়নিকো পুড়ে পুড়ে ধূপ অবসান
এখনও যে নিশিভোর রয়েছে দূরে
এরই মাঝে বিদায়ের এ বেহাগ সুরে
বলো নাগো এতো আগে নেবে প্রস্থান
এখনও তো হয়নিকো গাওয়া শেষ গান।


এসেছিলে খেলাছলে, খেলেছো তো খেলা
সাজিয়েছো খেলাঘর ভুলে কত বেলা
ভেবেছো কি কোনদিন বিদায়ের ক্ষণে
খেলাঘরে খেলা করা সাথীদের মনে
কী ব্যথার ঝড়ে হবে খেলাঘর ভেঙে খান খান
এখনও তো হয়নিকো গাওয়া শেষ গান।


আলো দিতে মোমবাতি আঁধারেই জ্বলে
জানি, কেউ বোঝে না সে কী ব্যথায় গলে
তবু তো গো নীরবে সেই মোমবাতি
একা একা জ্বলে দেয় আলো সারারাতি
নিঃশেষে পুড়ে যায় দিতে তার বেদনার দান
এখনও তো হয়নিকো গাওয়া শেষ গান।