ও বন্ধু রে,
কেন রে তুই আমার বুকের আগুন নিভাইলি না।


জলের বুকে আগুন জ্বলে তবু তো জল শুকায় না
ঝিনুক বুকে মুক্তা রাখে তবু তা সে লুকায় না
তোর বুকেতেও আগুন জানি তার ভেতরেই মুক্তাখানি
আমায় দিতে বন্ধু রে তুই একটু জলও পাইলি না।


হাস্নাহেনার গন্ধে বন্ধু যখন মাতাল হই
তোর দেহের সে গন্ধ পেতে পাগল হ’য়ে রই
কতই পথিক হাঁটে পথে রই যে চেয়ে জানলা হতে
মনের ভুলেও বন্ধু যে তুই সেথায় আইলি না।


শীত, বসন্ত, গ্রীষ্ম গেল বৃথায় কেঁদে চলে
হাজার কোকিল ডেকে গেল বউ কথা কও বলে
নিঘুম রাতের বর্ষা-শরৎ চোখ গেল তে কাঁদলো জগৎ
হেমন্ত যায়, বৌ কথা কও তবু যে তুই গাইলি না।