কার আশে আজও বসে উন্মনা শুধু হই
ফাগুন বিগত সখী, বসন্ত এলো কই?


বউ কথা কও, ডাকে বউহারা কোকিল
ফাগুন বিগত, তবু হলো নাকো মিল
বিরহের নিশি জাগা পাখি একা কাঁদে ওই।
ফাগুন বিগত সখী, বসন্ত এলো কই?


কত ফুল ফুটেছে গো আজ বনে বনে
শিহরিত ভ্রমরের মধু-গুঞ্জনে
সেই ফুলে আমি আজও কোন রং নই।
ফাগুন বিগত সখী, বসন্ত এলো কই?


চোখ গেলো, পাখি কেঁদে উড়ে যায়
সবুজ বনানী তাপে পুড়ে যায়
নিরালাতে একা বসে চৈত্রের তাপ সই।
ফাগুন বিগত সখী, বসন্ত এলো কই?


আসিবে সে, কেন সখী দিয়েছিলো আশা
অভাগীর তরে যদি নাই হবে আসা  
আসিবে সে, কেন আজও সে স্বপন বুকে বই?
ফাগুন বিগত সখী, বসন্ত এলো কই?


সবকিছু মরে সখী, আশা কেন মরে না
এতো তারা আকাশে, আর একটা ধরে না?
সে এলে দেখাস সখী, তারা হয়ে যদি রই।
ফাগুন বিগত সখী, বসন্ত এলো কই?