মেঘের ওপার থেকে সুর্যের আলো এনে
ভরাবো তোমার আঙিনা
খুঁজো না সে প্রতিশ্রুতি আমার কাছে -
মেঘের নিচে আসে যে সামান্য আলো
সে আলোয় পথ চলায় যদি বিশ্বাসী
কখনো ভেবো না নিজেকে নিঃসঙ্গ।


পৃথিবীতে থাকে যদি নিষ্কণ্টক সুখ
সব এনে ঢেলে দেবো তোমার চরণে
সে আশায় যদি ধরো হাত
আমার নিঃসাড় হাতদুটি নিতান্তই অযোগ্য।
আমি শুধু খুলে রাখি শূন্য হৃদয় -
তোমার বুকে জমে থাকা কষ্টের কিছু ব্যথা
রেখে দিতে পারো সেইখানে নির্ভয়ে।


আমার নিরস্ত্র পৃথিবীতে
মুক্তির অভ্যুদয় আদিগন্ত অলীক,
মঞ্চে দাঁড়ানো যে জীবন
বরণের মালা হাতে কেউ নেই সমুখে।
বিদায়ী ফাঁসির দড়ি নেমে আসে নিয়ত
যদি সাহস থাকে সেখানে দাঁড়ানোর
তবে এসো কমরেড
দু'জনের শেষ ইচ্ছা রাখি
ছোট্ট এক পান্তা ভাতের থালায়।


স্বপ্নটা নিতান্তই আদিম; যদি যাও ফেলে
রেখে যাও বুলেটের গর্তটা আমার কপালে।