একদিন ভাবি কবিতা লিখি সংক্ষেপে ফটাফট
কাগজের উপর কলম দিয়ে বসালাম এক ডট।


বন্ধুকে ডাকি অতি আগ্রহে কহিলাম, দেখ ওরে
কালজয়ী এক কবিতা আমি লিখেছি কেমন করে।


বন্ধু আমার চাহে বারবার মুখ পানে ও ডটে
ভাবি, এইবার বুঝে নিল সে কী আছে আমার ঘটে।


সহসা বন্ধু কুচকায়ে ভুরু মুখে কহে, তাজ্জব
পৃথিবীর বুকে যা কিছু আছে এ ডটে বন্দী সব!
ব্রহ্মাণ্ডের মানচিত্রে ডট পৃথিবীর প্রতীক
পৃথিবীর মাঝে যা কিছু আছে ডটে আছে সব ঠিক।


মুগ্ধ নয়নে চাহি সে মুখে অস্ফুটে কহিলাম
তোমার মতই বন্ধু আছে তাই কবি মোর নাম।


বন্ধু কহিল, পৃথিবী যতদিন নাহি জানে তুমি কবি
ডট কবিতা বন্ধ রাখিয়া কবিতায় এঁকো ছবি।