জগতের কোলাহল ছাড়িয়ে
একদিন আয়নার সম্মুখে দাঁড়িয়ে
নিজেকে কিছুক্ষণ খুঁজলাম -
আয়নায় ধুলোবালি - তারপর বুঝলাম।


যতবারই মুছি সেই আয়না
ধুলোবালি কিছুতেই যায় না।
অতপর মুখ টিপে হেসে
আয়নাটি বলে অবশেষেঃ
হায় হায় তুমি কত ভুলো
মুছো নাকো মুখে যত ধুলো।


মুখটাকে ধুয়ে নিয়ে আয়নাতে চাই
সুন্দর মুখে আর ধুলোবালি নাই।
পিছু ফিরে চেয়ে দেখি সবই কুৎসিত
ভাবি মনে আমি তার কত বিপরীত।
পিছনের আয়নাটা সহসায় হেসে
বলে, দেখো রূপ আর একবার এসে।
কুৎসিত চেহারায় উঠি চমকিয়ে
শুধালেম - এ কী দেখি - কিছু দম্ নিয়ে।


আয়নাটি হেসে বলে - বিভ্রান্ত মাঝে
মুখোমুখি দুইখানা আয়নার কাজে।
পিছনের আয়নাতে না হলে উত্সুক
সম্মুখের আয়নাতে সুন্দর মুখ।
পরিপূর্ণ চেহারার রূপ যদি চাও
সামনে ও পিছনের আয়নাতে তাকাও।