আমায় যখন করেছো নির্ধন
দিও প্রভু দিও আমায় নির্লোভ এক মন
তবুও যে হাত
খায় কেড়ে ভাত
দিও আমায় সে হাত ভাঙার শক্তি ও গর্জন।


আমায় যখন দিলে কঠিন রোগ
মনকে আমার কঠিন করো সইতে সে দুর্ভোগ
তবুও রোগী
ভুক্তভোগী
দেখলে চোখে দিতে দিও নরম মনোযোগ।


আমায় তুমি দাওনিকো সম্মান
মনকে তবুও অপমানে করো না হয়রান
তবুও মনে
গুণীজনে
সম্মানের এক ফল্গুধারা রেখো বহমান।


আমায় তুমি দাওনি উচ্চপদ
দিও না মন তবু আমার হীন, নিম্ন, বদ
উচ্চপদে
বসলে বদে
শক্তি দিও নিম্নে টেনে করতে তারে বধ।