যাহা কিছু তুমি দিয়েছো আমায়
জানি আমি নহি যোগ্য তার
অন্যের যাহা দিয়েছো এ হাতে,
তাতে নাহি মোর অধিকার।


আত্মীয়-স্বজন, অতি প্রিয়জন,
যাহারা থাকে আমার সাথে
যাহারা নিধন তাহাদের ধন
দিয়েছো তুমি আমার এ হাতে।


পাড়া প্রতিবেশী, চেনা বা অচেনা,
দুঃস্থ, রুগ্ন যাহারা আছে
নির্দেশ দিলে ফিরাইয়া দিতে
তাহাদের ধন তাহাদের কাছে।


আমি জানি তুমি করিয়াছো মোরে
শুধু সে ধনের রক্ষক
করুণা করিয়া করো না আমায়
তাদের সে ধনের ভক্ষক।


দিয়েছো যখন, তাহার সাথে  
দিও নির্লোভ মন
হাসিমুখে যেন তুলে দিতে পারি
যাহার যতটা ধন।


শুধু তুমি করো একটু করুণা –
নাহি বাঁচি অতি দরিদ্র
সবার ধনের কণিকা দানে
রাখিয়ো ভুক্ত, সুনিদ্র।