(Today is International Guide Dog Day)


আজ সকালের তীব্র আলোয় যেথায় যাওয়া হোক
যাওয়ার আগে বন্ধ করো তোমার দুইটি চোখ।
ধরার সকল আলোর মাঝেও সবই অন্ধকার
এগিয়ে যেতে পারবে নাকো দুই পা ফেলে আর।


নিত্য সারাবেলা যাদের অন্ধকারেই কাটে
চারপাশে তার কি আছে না দেখেও তবু হাঁটে
চোখ দুটিতে নেইকো আলো, আছে আধার-ধোঁয়া
না দেখে দুই পা ফেলে নেয়, মাটির বুকের ছোঁয়া।


তুমিই তাদের চলার সাথী, পথের নির্দেশক
হে কুকুর! আজ তোমার তরে মানুষ নত হোক।
স্রষ্টা যাদের শ্রেষ্ঠ করে সৃজিলেন এই ধরা
তাদের মাঝের অন্ধজনের তুমিই চোখের তারা।


মানব দেহের শ্রেষ্ঠ যে চোখ তুমিই যে তার মনি
যা দিয়ে যাও পারে কি তা দিতে ধরার ধনী?
অন্ধজনে পথটা দেখাও জীবন রেখে বাজি
মানুষ হয়েও তোমার তরে নোয়াই মাথা আজি!


----------------------------------------------
পথ নির্দেশক কুকুর (Guide Dog) বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যারা অন্ধ ব্যক্তিকে পথ দেখিয়ে চলতে সাহায্য করে। উন্নত বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এদের প্রচলন খুব বেশী। ট্রাফিক সিগনালে এরা অন্ধ ব্যক্তিকে যে দক্ষতার সাথে রাস্তা পার হতে সাহায্য করে, বাজার থেকে বাসায় নিয়ে যায়, বাসা থেকে অন্য কোন স্থানে নিয়ে যায় তা দেখলে সত্যিই বিষ্মিত হতে হয়। এদের প্রতি জনগনের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্যে ফান্ড উঠানোর উদ্দেশ্যে আজকের দিনটি ছিল  International Guide Dog Day। এদের মানুষকে সাহায্য করার দক্ষতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওদের প্রতি উত্সর্গ ছিল আমার আজকের এই কবিতাটি। অন্য কোন তীর্যক অর্থে এটি লেখা নয়।