ইয়া মোহাম্মদ! শেষ নবীজি, জগতের রহমত
দেখাইলে তুমি পথহারাকে আল্লাহ পাওয়ার পথ।


আল্লাহ তোমায় দিল পাক কোরআন
তুমি মানুষে তা করিলে ঠিক বয়ান
এক আল্লাহ বিনে উপাস্য নাই, জানাইলে সে মত।


জাহেল মানুষ হয় তাহাতে কঠিন
দেহ তোমার রক্তে করে রঙিন
বিনিময়ে দিলে তাদের দয়া এবং দোয়া-মহব্বত।


মক্কাবাসীর অত্যাচারে ছাড়লে জন্মভুমি
মদীনা তাই ধন্য হলো তোমার চরণ চুমি'।
তুমি নামাজ, রোজা শেখাইলে সবে
ধনীর তরে যাকাত ও হজ ফরজ হলো ভবে
আর শেখাইলে - কঠিন অভাব, রইবে তবু সৎ।


শেষ বিচারের দিনে যারা পাইবে তোমার শাফায়াত
বেহেস্তী সুখ হইবে তাদের অনন্ত দিন-রাত।
এই হীন অধমের দ্বীনের কড়ির অভাব
তোমার সে পথ ভুলে থাকার স্বভাব
তবু দয়ার শাফায়াতে পুরাইয়ো তার বেহেস্তের মনোরথ।