হৃদয় দিয়েছে খুলে, মা আমার,
হৃদয় দিয়েছে খুলে
ঘর-বাড়িহীন লাখো সন্তানে
বুকেতে নিয়েছে তুলে
মা আমার, হৃদয় দিয়েছে খুলে।


ধনহীন মা'র জীর্ণ ছোট্ট ঘর
তবু কাঁদে তার অতি বড় অন্তর
দাঁড়ানো দ্বারে কে আপন কে পর
সকলি গিয়েছে ভুলে
মা আমার, হৃদয় দিয়েছে খুলে।


যে ছেলে এসেছে রক্তমাখা দেহে
যে মেয়ে হয়েছে ধর্ষিতা নিজ গেহে
বুকেতে টেনেছে নিজ সন্তান স্নেহে
দেখে যা রে নাফ কূলে
মা আমার, হৃদয় দিয়েছে খুলে।


বিশ্বের যত অন্ধজনেতে ধিক
জাতের বিচারে করিল না তারা ঠিক
গরীব মায়ের মুখখানি নির্ভিক
গর্বেতে বুক ফুলে
মা আমার, হৃদয় দিয়েছে খুলে।


মাগো, আজ তোর আছে যত সন্তান
দেশ ও বিদেশে গাহে তোর জয়গান
এখনও ঘুমায়ে যত নির্বোধ প্রাণ
জাগিয়া উঠিবে দুলে
মা আমার, হৃদয় দিয়েছে খুলে।
-----------------------------------------
## বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের উপর টেলিভিশন প্রতিবেদন দেখে। আমি মনে করি ছোট্ট, গরীব, দুর্বল একটা দেশ যা করছে তা হৃদয় খোলা ও পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ধনী, শক্তিশালী ও বড় দেশগুলির জন্যে লজ্জাজনক। তবু আশা রাখি তাদের দৃষ্টি একদিন খুলবেই এবং তারাও এগিয়ে আসবে।