(আযানের ভাব অবলম্বনে)


হৃদয় পাগল করে, আমার হৃদয় পাগল করে
পাঁচ আযানে মুয়াজ্জিনের মধুর কণ্ঠস্বরে।


আল্লাহ মহান! আল্লাহ মহান!
আল্লাহ মহান! আল্লাহ মহান!
ত্রিভুবনে নাইরে কেহ তাহার উপরে
হৃদয় পাগল করে, আমার হৃদয় পাগল করে।


সাক্ষী দিলাম, আল্লাহ ছাড়া উপাস্য নাই
সাক্ষী দিলাম, আল্লাহ ছাড়া উপাস্য নাই
আমার সকল উপাসনায় সেই থাকে অন্তরে
হৃদয় পাগল করে, আমার হৃদয় পাগল করে।


সাক্ষী দিলাম, মোহাম্মদ তাঁর রসুল
সাক্ষী দিলাম, মোহাম্মদ তাঁর রসুল
দয়ায় যে জন পার করিবে কঠিন রোজহাসরে
হৃদয় পাগল করে, আমার হৃদয় পাগল করে।


আয় নামাযী, আয়রে ছুটে
আয় নামাযী, আয়রে ছুটে
এক জামাতে নামায পড়ি মহান আল্লার ঘরে
হৃদয় পাগল করে, আমার হৃদয় পাগল করে।


এই পথেতেই মঙ্গল আছে
এই পথেতেই মঙ্গল আছে
এ পথ থেকে আমরা কভু যায় না যেন সরে
হৃদয় পাগল করে, আমার হৃদয় পাগল করে।


ঘুমের চেয়ে নামায ভালো
ঘুমের চেয়ে নামায ভালো
ঘুম ছেড়ে তাই যাই গো সবাই ভোরের ফজরে
হৃদয় পাগল করে, আমার হৃদয় পাগল করে।

আল্লাহ মহান! আল্লাহ মহান!
আল্লাহ ছাড়া উপাস্য নাই
সকল উপাসনা হোক রে এক আল্লাহর তরে
হৃদয় পাগল করে, আমার হৃদয় পাগল করে।