একটা ছোট্ট পাত্র যদি পাথর খন্ডে ভরো
এমনভাবে কানায় কানায়, পাথর পড়ো পড়ো।
বলবে তুমি সেই পাত্রে নেইকো কোন স্থান
পারবে নাকো রাখতে তাতে শেষ খন্ডখান।


এবার তবে মুঠো ভরে নাও ক্ষুদ্র বালি
উপর থেকে দাও তো দেখি আস্তে আস্তে ঢালি'।
দেখবে সেথায় জায়গা পাবে অনেক বালুকণা
পাথর বালুই পূর্ণ পাত্র দেখবে সর্বজনা।


এখন তুমি ভাবছো পাত্রে নেইকো তিলের ঠাঁই
শোনো তবে, সেই পাত্রে আরও রাখা যায়।
উপর থেকে আস্তে আস্তে ঢালতে থাকো জল
পাথর বালুর মধ্যে দিয়ে পৌঁছবে তা তল।


যেই পাত্র পাথর খন্ডে ছিল আগেই ভরা
সেই পাত্রেই বালি, জলের জায়গা গেলো করা!
যেথায় জায়গা ভরা থাকে বড় জিনিস দিয়ে
ছোট জিনিস জায়গা নিতে পারেই মধ্যে গিয়ে।


হৃদয়খানা পূর্ণ থাকে নিকট-বড় জনে
দূর-আত্মীয়ের জায়গা তবু হতেই পারে মনে।
হৃদয়-মনে জেনো তবু জায়গা আরো থাকে
আসল মানুষ এক হৃদয়ে অনেক মানুষ রাখে।