ইমান আলীর জমির মালিক হওয়ার খায়েস নাই
ইমান আলী মিয়ার খেতেই খেটে খেতে চায়।
তবু সেথায় থাকতে হবে একটা এমন পদ্ধতি
খাটতে যখন পারবে না সে, যেন না হয় দুর্গতি।


চিকিত্সাহীন, ভিটেবিহীন, ক্ষুধার্ত না মরে
নিজ মাটিতে থাকতে যেন পারে সে কবরে।
ইমান আলীর যত্ন ছাড়া হজ্জ্ব অথবা পূজা -
মক্কা কিংবা কাশীই গিয়ে বৃথায় পুণ্য খুঁজা।


মিয়া, বাবু এই জগতে বোঝে যে লাভখানি
পুণ্য খুঁজলেও সে ব্যবস্থা করবে না তা জানি।
ইমান আলীর জন্যে খুবই পদ্ধতিটা দরকার
পদ্ধতিটা আনতে দেশে চাই তেমন এক সরকার।


পদ্ধতিটা এই পৃথিবীর অনেক দেশেই আছে
বাংলাদেশও চাইলে পারে শিখতে তাদের কাছে।
মাটির মানুষ ইমান আলী আরও কতদিন
এই মাটিতে খেটে শেষে মরবে মাটিহীন?