মানুষ কী আর মানুষ আছে? জাতের ভেতর জাত
নিজের জাতের বাইরে গেলেই জাত হবে নস্যাৎ।

ধর্ম যদি বলেও থাকে মানুষ সবাই সমান
অনেকেরই সমাজে হয় তাতেই অসম্মান।
মোড়ল, মিয়া, মালতে আরও কাজী এবং গাজী
মোল্লা, বিশ্বাস সবাই সমান, বললেই গররাজি।


কদম সেকের ছেলে যতই হোক না ভালো মানুষ
সৈয়দ বাড়ির জামাই হওয়ার স্বপ্নটা তার ফানুস।
সেকটা যখন শেখ হয়ে যায়, আসে নামের আগে
তখন আবার নামটা কেমন মর্যাদাশীল লাগে।
শেখটা নামের আগে পেতে ইসলামী জ্ঞান লাগে
কিছুই চাই না, পাও যদি তা পরিবারের ভাগে।  
এ সব যদি না মানো আর, হলেও মুসলমান
আখ্যা পাবে ইতর তুমি, দাও না মানীর মান।

ধর্ম ভেদে ভিন্ন এ সব জাতের ভেতর জাত
জাত ছেড়ে কেউ ফেলতে চায় না অন্য জাতে পাত্।
দাস, দত্ত, বোস আর ঘোষ নানান আর্জী, দার
বিয়েই, ছোঁয়ায় প্রতিদিনই হয় কত চিৎকার।
জাতটা যা হোক, থাকলে কারো কড়ির বাহাদুরি
বুকের ভেতর টানতে পারে অভাবী চৌধুরী।

ভাবছো বুঝি এসব কিছু অনেক ধর্মে নেই
জাতের ভেতর জাতের বিভেদ আছে সবখানেই।
একই নামের কিছু জাত তো সব ধর্র্মেই আছে
তবু তারা নয়কো সমান একে অন্যের কাছে।
এ সব জাতে থেকেও তুমি গরিব যদি হও
সকল জাতের জাতকে ছেড়ে অন্য জাতে রও।

জারজ! তুমিই আছো ভালো, নেইকো তোমার জাত
সব মানুষের সাথেই তুমি পাততে পারো পাত্!