দিন আসে দিন চলে যায়
শুধু থাকে স্মৃতি, নিতি যা কাঁদায়।

সেদিন যে বাগানটা ভরা ছিল ফুলে
তারই রঙে সময়টা গিয়েছিনু ভুলে
ভাবিনি তো ক্ষণিকেই সে রঙ হারায়।

ধুলিহীন বাতাস কি জলকণা ধরে
জমে জমে মেঘ হয়ে বৃষ্টিতে ঝরে
তপ্ত ধরার বুকটা কী ঠান্ডাতে ভরে?

তুমিহীন ভুবনে যে নেই সুখ-বৃষ্টি
বেদনার বারিতে ঝাপসা এ দৃষ্টি
স্মৃতির তড়িৎ শেষে আঁধার যে হায়।


এসেছিনু যেই পথে রেখে পদরেখা
জানি, সেথা পাবে নাকো আজ তার দেখা
তবু, সেই ধুলো দেয় ব্যথা আমার এই পায়।