ওরে, তোর করার মত নাই যদি কাজ জোটে
ভাবিসনে তুই, ভাবিসনেরে মোটে
পথের যত আবর্জনা কর রে পরিস্কার
আজ নাহয় কাল পাবিই মূল্য তার।
নাহয় দেখিস কেমন করে
কাঁটাবিহীন সে পথ ধরে
হাজার মানুষ আপদবিহীন সকাল সাঁঝে ছোটে।


পথের পাশের আগাছাতে ঢালিস নাহয় জল
ক'দিন পরে দেখবি সেথায় ফুটবে ফুল ও ফল
পথের পাশে দৃষ্টি রেখে
কেউ যদি তা নাইবা দেখে
তুই আর ভ্রমর দেখিস কেমন হৃদয় নেচে ওঠে।