পৃথিবীর নেই কিছু এমন তো নয়
আমার দেয়া, না দেয়ায় তার কী বা হয়?
তবু ভাবি দিয়ে যাবো পৃথিবীকে কিছু
মানুষের জীবন হাঁটে যার পিছু পিছু।


রঙধনু রঙ দেবো মানুষের মনে
প্রজাপতি স্বপ্ন দেবো স্বপ্নহীনজনে।
ফুলের সৌরভে আশাহীনে আশা
দিগন্তের মিলনে দেবো ভালোবাসা।


চাঁদের নরম আলো বিছানায় ঢেলে
ভোরের আভাস দেবো কালো রাত এলে।
অস্তের করুণ আভায় সূর্যোদয়ের আলো
সকল মন্দে দিয়ে যাবো সামান্য ভালো।


সবকিছুই সামান্য, ক্ষণিকের থাকা
বিবর্ণ হওয়ার আগে রঙটুকু রাখা।
ক্ষণিক পরেই জানি রঙ মুছে যায়
জানি শেষে সব আলো আঁধারে হারায়।


তাই কবি সবকিছু শব্দে ছন্দে বাঁধে
শেষ হওয়ার আগে তা দেয়ার সাধে।
ধার করা রঙ ছাড়া কিছুই তো নেই
তারই কিছু পায় যেন সব মানুষেই।