সত্যকে খুঁজতে হয় না, সত্য এসে সবাইকে খোঁজে
দ্বার খোলা ঘর যার, সেই শুধু তার আসা বোঝে।


সত্য আসে তার সাথে, এ জীবনে নিত্য যা ঘটে
মিথ্যা নয়, জমা থাকে যত কিছু ক্ষুদ্র চিত্তপটে।

ধর্ম ও ইতিহাসে জগতের অনেক সত্যিই রয়
তবু তাতে মিথ্যা কিছু মিশে যাবার থাকেই তো ভয়।


সবকিছুর মাঝে তবু মানুষ আর জীবন রয় সত্য
কোনো কিছু মিথ্যা নয়, তারা দেয় যত কিছু তথ্য।

ছবিটাকে সত্য আর জীবনকেও মিথ্যা মনে হয়
জীবনটা সত্য, তবু এলবামের ছবি মিথ্যা নয়।  


বস্তু আর আলো যেথা, ছায়া সেথা সদা সত্য হয়
বস্তু আর আলোহীন ছায়া যেটা, সেটাকেই ভয়।