কতদিন? আর কতদিন মানুষের পরিচয়
কালের ইতিহাসে লিখে যাবে জয় পরাজয়?
কতদিন বিজয়ী দাম্ভিকের উল্লসিত হাসিতে
হবে কারেও পরাজয়ের রক্ত-গাঙে ভাসিতে?

কতদিন পৃথিবীর ইতিহাসে শুধু বলবান
ন্যায়ের প্রতিভূ নামে পাবে স্তূতি-জয়গান?
কতদিন প্রতিটি জয় লিখে যাবে নতুন দর্শন
সভ্যতায় যোগ হবে খণ্ডিত, কলুষিত, মন?  

প্রতিটি জয়ের আনন্দে, কাঁদে কিছু মানুষের মন
অশ্রু-রক্তে লেখা হয় নব ইতিহাস, নব দর্শন।  
কবে হবে মহাসত্য পৃথিবীর কোণে কোণে জানা
সমস্ত মানুষের একটাই পৃথিবী, একটাই ঠিকানা?

যার অস্তিত্বের শুরু ছিল প্রেমে, শুধুই প্রেমে
প্রেমেই যার অস্তিত্ব যায়নি আজও থেমে -
তার শান্তি পৃথিবীতে নয় কভু জয় পরাজয়ে
শান্তি তার আদিম প্রেমে, আদিম পরিচয়ে।

এসো সৈনিক! আগুন দাও ইতিহাস আর দর্শনে
কেবলই আদিম প্রেম ভরে দাও মানুষের মনে।
মানুষ আবার ফিরে পাক সেই আদিম পরিচয়
যখন ছিল না ইতিহাস, দর্শন, ছিল শুধু হৃদয়।

সেই হবে মানবতার আর একবার শেষ সুযোগ
কোন মহামানব পরাজিত করেনি আজও যে দুর্ভোগ।