হৃদয়ের শুচিতে সব গ্লানি মুছিতে
হোক আজ জীবনের মহা-উৎসব
উঁচু-নিচু জাতিভেদ ধুয়ে মুছে মনোক্লেদ
গীত হোক মানুষের জয়-কলরব
হোক আজ জীবনের মহা-উৎসব।


মন্দির, মসজিদে গির্জা ও শত হৃদে
গায় এক সংগীত - মানুষ অক্ষুদ্র  
মিলনের মোহনায় সবে আজ মিশে পাই
মনুষ্য-ধর্মের এক মহাসমুদ্র।
মরীচিকা ঘুঁচে যাক সত্যি যা বেঁচে থাক
দিকে দিকে নেচে যাক অন্তর-বৈভব
হোক আজ জীবনের মহা-উৎসব।


সাদা কালো বাহিরে ভিতরেতে নাহি রে
সুখ, দুখ, বিপদে কোনো পার্থক্য
একই মহা-দ্রষ্টা সবারই তো স্রষ্টা
একই জাতি মানুষের হোক মহা-ঐক্য।
ঈদ, পূজা, ক্রিষ্টমাচে মানুষের মনে নাচে
একই স্রষ্টার তরে একই অনুভব
হোক আজ জীবনের মহা-উৎসব।


ধ্বংসের ভ্রান্তিতে কেউ নেই শান্তিতে
দিকে দিকে বাড়ে শুধু আর্তের ক্রন্দন
শান্তি তো আসে না কোন মনই হাসে না
নাই যদি আসে আগে হৃদয়ের বন্ধন।
হৃদয়ে হৃদয় বাঁধি একসাথে হাসি কাঁদি
মিলে মিশে আজ থেকে এক হই সব
হোক আজ জীবনের মহা-উৎসব।


রচনা: ৪ সেপ্টেম্বর, ২০১৬