মন যদি না চায় গো তবে,
এমনি কাছে এসো না
মন যদি না ভালোবাসে,
মিথ্যে ভালোবেসো না।


মন যদি না চায় গো তবে,
আমার দিকে চেয়ো না
মন যদি না গায় গো তবে,
বেসুরো গান গেয়ো না
মন যদি না হাসে তবে,
ওই বদনে হেসো না।


তোমায় বিনে ভেবো না মোর
জগত হবে আঁধার
তোমায় বিনে ভেবো না মোর
কেউ নেই আর বাঁধার।


তোমার মিছে ছল-চাতুরী
সইতে আমি নারি
কূলহারা স্রোত একলা নদী
বইতে আমি পারি
ওই হৃদয়ে জোয়ার বিনে,
কুল হারাতে ভেসো না।